বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

বুর্জ খলিফাতে শাকিবের ঈদের ছবির ট্রেলার

আনলাইন ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৩১

ঈদুল ফিতরের দিন ঠিক হতে এখন দুই সপ্তাহ বাকি থাকলেও, ঈদের সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে ভীষণ তোড়জোড়। বছরজুড়ে ঢাকাই সিনেমার ব্যবসা নেই বললেই চলে। একমাত্র দুই ঈদেই খানিকটা সাফল্যের দেখা মেলে। তাই সবাই অপেক্ষা করেন ঈদের জন্য। প্রতি বছরের মতো এবারও ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় একাধিক সিনেমা।

তবে কোন কোন সিনেমা মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। ঈদ সামনে রেখে অনেক নির্মাতাই তাদের সিনেমা মুক্তির খবর জানিয়েছেন। ঈদের সময়েই মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। জানা গিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হবে এই সিনেমার ট্রেলার।

সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। হিমেল আশরাফ জানান, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এ সিনেমায়। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা তাদের। ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে রাজকুমার সিনেমাটির।

শুধু ‘রাজকুমার’ নয়, সেই সঙ্গে শাকিব খানের অভিনীত ‘দরদ’ সিনেমার প্রচারও হবে বুর্জ খলিফায়। কিন্তু এই আয়োজনের ব্যয় নিয়েই এখন আলোচনা তুঙ্গে। কারণ, বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেলের একটি হলো দুবাইয়ের অন্যতম ল্যান্ডমার্ক বুর্জ খলিফা।

সেখানেই প্রকাশ্যে আসতে যাচ্ছে রাজকুমার সিনেমার ট্রেলার। আসছে ২৮ তারিখে শাকিবের জন্মদিন। সেদিনই আকাশচুম্বী বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে বলে জানা গেছে। ইফতার উইথ টিম রাজকুমার- শিরোনামে রাজধানীতে এক অনুষ্ঠানে এ খবর জানা যায়।

সিনেমার প্রযোজক আরশাদ আদনান জানান, ট্রেলার দেখানোর সঙ্গেই শাকিবকে জানানো হবে জন্মদিনের শুভেচ্ছা। অন্যদিকে, শাকিব অভিনীত ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনও জানিয়েছেন তিনিও ওই সিনেমার প্রচার করতে চান বুর্জ খলিফায়।

বুর্জ খলিফায় যে কোনও সিনেমা কিংবা বিজ্ঞাপন প্রচার করার জন্য কত টাকা ব্যয় হয়? এমন প্রশ্ন ঘোরপাক খায় অনেকের মনেই। জানা গিয়েছে, ১৬৩ তলা বুর্জ খলিফায় একটি বিজ্ঞাপন বা সিনেমার প্রচার চলানোর জন্য খরচ হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম পর্যন্ত।
এর পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত। সেই সঙ্গে জানা গেছে, বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমা প্রচারের খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। সময় ও দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে তারা।সেখানে এই প্রচার চালানোর পুরো কাজ করে দুবাই ভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। যেদিন ওই প্রচার করা হবে তার চার সপ্তাহ আগে টাকা জমা করতে হয়। সেদিনই, প্রচারের কনটেন্ট জমা দিতে হয়। ওই প্রচার চালানোর সময় ডিসপ্লেতে মিউজিক যোগ করাও যায়।

একাত্তরের দেশ

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com