কোনো পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবকিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। আর মূল্যস্ফীতি হয়েছে আন্তর্জাতিক কারণে। কোনো ইফতার পার্টি নয় বরং সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করুন।
দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যরা শুধু সমালোচনায় ব্যস্ত। আওয়ামী লীগকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকে তারা।
‘বিএনপি ডাল ভাতের ওয়াদা করে ব্যর্থ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে,’ যোগ করে দলীয় প্রধান।
তিনি বলেন, বিএনপির আমলে সারের দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিলো। রমজান মাসে ৫৭ জন শ্রমিককেও হত্যা করা হয়েছিলো বিএনপি আমলেই।
আর ডিজিটাল বাংলাদেশসহ এতো উন্নয়নের পরও আওয়ামী লীগের অপরাধ কি, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি কোন সাহসে তত্ত্বাবধায়ক সরকার চায়? কীসের আশায় চায়? বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় বিএনপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্যই জন্মগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, তিনি শিশুদের ভালোবাসতেন। শিশুদের কাল থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন
বঙ্গবন্ধুর উদারতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ছোটকাল থেকেই বঙ্গবন্ধু অন্যের জন্য সব বিলিয়ে দিতেন। বাঙালি জাতিকে তিনি নিজের চেয়ে বেশি বিশ্বাস করতেন। এ দেশের মানুষের উপর তার অগাধ বিশ্বাস ছিলো।
তিনি বলেন, পরিবার হারানোর বেদনা বুকে ধারণ করে সাধারণ মানুষের ভালোবাসাই তার শক্তি হয়েছে দেশ গড়ার অভিযাত্রায়।
বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হবে।
একাত্তরের দেশ