বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ও অভাগী’তে মিথিলা দুরন্ত এক কিশোরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৪

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগী’। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। নারী কেন্দ্রিক এই গল্পে মিথিলা এক প্রতিবাদী ও রহস্যময়ী নারী চরিত্র। যাকে ঘিরেই সিনেমার গল্প। সিনেমায় উঠে এসেছে কিশোরী থেকে শুরু করে এক মায়ের সংগ্রামের ইতিবৃত্ত।

‘ও অভাগী’তে মিথিলা দুরন্ত এক কিশোরী। যে সব সময় গ্রামজুড়ে মাতিয়ে রাখে। তার এমন কাণ্ড দেখে সবাই ভাবে এই মেয়ে বিয়ের পরে কীভাবে সংসার করবে। কে তাকে ঘরে তুলবে। কখনো সামনে, কখনো আড়ালে শুনতে হয় নানা কথা। সেই মেয়ের একসময় বিয়ে হয়। তারপরও দুঃখ তার পিছু ছাড়ে না, তার স্বামী তাকে ছেড়ে যায়। সমাজে স্বামী ছাড়া নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় অভাগীকে।

সিনেমাটির গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ থেকে অনুপ্রাণিত। ছবিটি ২৯ মার্চ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী।

সিনেমাটির চরিত্রায়ণ নিয়ে মিথিলার ভাষ্য, ‘আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। দুটি সময়ের দুটি চরিত্র করতে হবে। একটি ১৫ থেকে ১৬ বছরের চঞ্চল তরুণীর, আরেকটি বিবাহিত ত্রিশোর্ধ্ব নারীর। অভাগীর ১০ বছরের ছেলে আছে। সব মিলিয়ে চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আমি সব সময়ই সিনেমাতে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি।’

শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন বিয়োজন করেই চিত্রনাট্য তৈরি হয়েছে। যোগ হয়েছে নতুন কিছু চরিত্র। গল্পে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। ‘অভাগী একজন যোদ্ধা’ উল্লেখ করে সিনেমার পরিচালক অনির্বাণ গণমাধ্যমে বলেছিলেন, ‘সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’

সিনেমায় রাফিয়াত রশীদ মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, ইশান, জিনিয়া প্রমুখ।

টালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’। রাজর্ষি দের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন মিথিলা।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com