বগুড়ার আদমদীঘিতে সরকারি টিসিবি কর্মসূচির চাউল কালোবাজারে ক্রয়-বিক্রয়ের মামলার পলাতক আসামি মোঃ উজ্জল (৩২) কে গ্রেপ্তার করেছেন পুলিশ। উজ্জল হোসেন উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামাণিক ছেলে।
উল্লেখ্য, আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে সরকারী টিসিবির চাল কালোবাজারী পাচারের উদ্দেশ্যে একটি গুদাম ঘরে মজুদ রাখেন । গোপন সংবাদে গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল, ও চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবেরখসড়া খাতা উদ্ধার করেন।
এঘটনায় গত শুক্রবার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামী উজ্জল হোসেনকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সরকারী চাল কারোবাজারী মামলার আসামী উজ্জল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
একাত্তরের দেশ http://বগুড়া