বলিউডের দুই তারকা পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দা। সম্প্রতি বাগদান সারলেন তারা। ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন পুলকিত-কৃতি। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পুলকিত-কৃতি।
আগামী ১৫ মার্চ মুম্বাই ছেড়ে দিল্লিতেই হবে তাদের বিয়ের সব ক’টি অনুষ্ঠান। খবর ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের।
তবে পুলকিতের প্রথম নয়, দ্বিতীয় বিয়ে। সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে দীর্ঘ দিন প্রেম ছিল অভিনেতা পুলকিতের। সালমানের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত। শ্বেতার সঙ্গে বিয়ে হওয়ার পর মাত্র এক বছরের দাম্পত্য জীবন কাটান অভিনেতা। ছাড়াছাড়ি হয় পুলকিত-শ্বেতার। মাঝে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় অভিনেতার। ২০১৯ সালে থেকে কৃতির সঙ্গে সম্পর্ক। এবার সেই সম্পর্কই পরিণতির পথে।
পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দার বিয়ের অনুষ্ঠানের শুরুটা হবে ১৩ তারিখ থেকে। প্রায় চার দিনব্যাপী জমকালো অনুষ্ঠান হবে পুলকিত-কৃতির বিয়েতে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বলিউড থেকে তাদের বিয়েতে উপস্থিত থাকবেন একেবারে হাতেগোনা অতিথি। বিয়ের আসর বসবে দিল্লি এনসিআরের কাছে ‘আইটিসি গ্র্যান্ড ভারত’ হোটেলে।