সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে । রোববার দেশটিতে চাঁদ দেখার খবর দিয়েছে আরব নিউজ। ফলে সোমবার থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস।
ফলে মঙ্গলবার থেকে যে বাংলাদেশে রোজার মাস শুরু হচ্ছে তা একপ্রকার নিশ্চিত।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে তারা আগামী মঙ্গলবার থেকে তারা রোজা রাখা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম তারিখ।
ভৌগোলিক অবস্থানের কারণে আগে চাঁদ দেখা যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে রোজা শুরুর ঘোষণা দেয়।